Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জলের গ্রাম অন্তেহরি
স্থান

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ০১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদে অন্তেহরি গ্রাম অবস্থিত। মৌলভীবাজার জেলা শহর থেকে অন্তেহরি গ্রামের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। শহরের চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন জগতপুর স্ট্যান্ড থেকে ৩০ টাকা ভাড়ায় সি এন জি চালিত অটোতে যেতে পারেন কিংবা রিজার্ব গাড়ি নিয়েও সোজা  চলে যেতে পারেন অন্তেহরি বাজারে। সেখান থেকে নৌকা ভাড়া করে ঘুরতে পারেন পুরো গ্রাম। 

কিভাবে যাওয়া যায়

সিএনজি চালিত অটোতে করে যেতে পারেন জলের গ্রাম অন্তেহরি কিংবা রিজার্ব গাড়ি নিয়েও যাওয়া যাবে অন্তেহরি গ্রামে ।

বিস্তারিত

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় কাওয়াদীঘি হাওর সংলগ্ন জলের গ্রাম অন্তেহরি। বছরে ৬-৮ মাস এই গ্রাম জলমগ্ন থাকে। জলমগ্ন এই গ্রাম, গ্রামের রূপ বাংলাদেশের আর অন্য কটা গ্রামের থেকে সম্পূর্ণ আলাদা। পুরো গ্রামই পানির উপর ভাসমান, ঠিক যেমন ভেসে আছে শাপলাসহ নানা জাতি-প্রজাতির জলজ উদ্ভিদ। গ্রামের প্রতিটি বাড়ির বাঁকে বাঁকে নানা প্রজাতির জলজ উদ্ভিদ যা এক অন্যরকম মোহনীয় দৃশ্য। মৌলভীবাজার জেলা শহর থেকে অন্তেহরি গ্রামের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার ।