Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

সাংগঠনিক কাঠামো

সংগঠন কাঠামো ঃ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ও কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের রূপরেখা কে সাংগঠনিক কাঠামো বলে।

সংগঠন চার্ট ঃ সংগঠন কাঠামোর সম্পর্কের রূপরেখাকে কোন চিত্রে উপস্থাপন করলে ঐ চিত্রকে সংগঠন চার্ট বলে।

যে সংগঠন পদ্ধতিতে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে সরল রৈখিক সংগঠন বলে।

যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগীতাকরার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ নিয়োগ করা হয় তাকে সরল রৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।

ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক-একটি এক একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করে  যে সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে।

মেট্রিক্স সংগঠন মূলত বিভাগীয় করনের একাধিক পদ্ধতির  মিশ্র রুপ। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করন ও ক্ষেত্রবিশেষে অঞ্চল ভিত্তিক বিভাগীয়করনের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব সম্বলিত যে সংগঠন কাঠামো বর্তমানকালে গড়ে তোলা হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে।

কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের উপর বিশেষ ভাবে কোন নির্দিষ্ট  প্রশাসনিক কার্য সমাধা করার  দায়িত্ব অর্পন করা হয়।