মৌলভীবাজারের নদ-নদী সমূহঃ-
১। মনু নদী (কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার সদর)
২। ধলাই নদী (কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর)
৩। ফানাই নদী (কুলাউড়া ও জুড়ী)
৪। জুড়ী নদী (জুড়ী, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ)
৫। থাল নদী (জুড়ী)
৬। মরা জুড়ী (জুড়ী)
৭। ধামাই (বড়লেখা)
৮। সোনাই (বড়লেখা ও বিয়ানীবাজার)
৯। লাঘাটা (কমলগঞ্জ ও রাজনগর)
১০। বিজনা (মৌলভীবাজার সদর)
১১। গোপলা (মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল)
১২। কুশিয়ারা (রাজনগর)
১৩। লংলা (শ্রীমঙ্গল)
১৪। বিলাস (শ্রীমঙ্গল)
১৫। উদনা (শ্রীমঙ্গল)
অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। এদেশে বিরাজমান প্রাকৃতিক ও মানব সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য প্রয়োজন অঞ্চলভিত্তিক সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং কেন্দ্রমুখী দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে অঞ্চলভিত্তিক অবকাঠামো উন্নয়নে উদ্যোগ গ্রহণ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলই ভৌগলিক বৈশিষ্ট্য, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক দিয়ে স্বকীয় বা অনন্য। অন্যান্য জেলার মত মৌলভীবাজার জেলাও রয়েছে কিছু স্বতন্ত্র্য বৈশিষ্ট্য । মৌলভীবাজার জেলার অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিবেচনায় নিয়ে কার্যকর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জেলাটিকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ব্যাপক সুযোগ রয়েছে। পরিকল্পিত উদ্যোগ, সফল বিনিয়োগের মাধ্যমে জেলা ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারলে তা জেলাটির পরিচিতি বৃদ্ধির পাশাপাশি অধিকতর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করতে পারবে। এর ফলে রাজস্ব অর্জনের সম্ভাবনাময় উৎস সৃষ্টির পাশাপাশি স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে নতুন এক মাত্রা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস