Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা ক্রীড়া সংস্থা

জেলা ক্রীড়া সংস্থাঃ

১। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা

* কার্যক্রম শুরু : ১ জানুয়ারি ১৯৯৩

* কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা : ৩ জন

* প্রশিক্ষণের বিষয় : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী এর আওতায় মাধ্যমিক পর্যায়ের অনুর্ধ-১৬ বয়সের বালক-বালিকাদের নিয়ে ০৪ টি মাসব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা।

* প্রতিযোগিতার বষিয় : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী এর আওতায় মাধ্যমিক পর্যায়ের অনুর্ধ-১৬ বয়সের বালক-বালিকাদের নিয়ে ০৪ টি প্রতিযোগিতা কার্যক্রম পরিচালনা।

* অটিজম শিশুদের ক্রীড়ার মাধ্যমে শারীরিক কর্মশীলতা বৃদ্ধি ও প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়া বিকাশের জন্য অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসবের আয়োজন করা।

               

 

 

  • তৃণমূল পর্যায়ে ক্রীড়া সচেতনতা সৃষ্টির মাধ্যমে সুস্থ দেহ ও মন সম্পন্ন প্রশিক্ষিত মানব সম্পদ তৈরী। 
  •  তৃণমূল পর্যায়ে ক্রীড়ার বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে প্রতিভাবান ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিভা বিকাশে  সুযোগ সৃষ্টি।

 

বিশ্বায়নের যুগে বিস্তৃত ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য চাই সুস্থ দেহ ও মন সম্পন্ন প্রশিক্ষিত মানব সম্পদ। প্রশিক্ষিত দক্ষ খেলোয়াড় দেশের মানব সম্পদ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে। বিশাল এ জনগোষ্ঠির জন্য শরীর চর্চা ও খেলাধুলা আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে মৌলভীবাজার জেলার ছেলেমেয়েদের ক্রীড়ায় উদ্বুদ্ধ করে ক্রীড়া ক্ষেত্রে তরুণ নেতৃত্ব সৃষ্টির জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণপূর্বক তৃণমূল পর্যায়ে ক্রীড়ার বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে প্রতিভাবান ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিভা বিকাশে ভূমিকা, ক্রীড়া প্রতিভার তালিকা প্রণয়ন, শিশু-কিশোর ও তরুণদের সুস্বাস্থ্য ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে ক্রীড়ার সুযোগ সম্প্রসারণ ও গুনগতমান উন্নয়নের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করছে।জেলার দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ, মাদকের অপব্যবহার রোধে ভূমিকা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সচেতনতা এবং ক্রীড়াবিদদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখছে।