Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বর্তমান সরকারের আমলে মৌলভীবাজার জেলায় আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নে অর্জিত সাফল্যের তথ্যাবলি।
বিস্তারিত

 বর্তমান সরকারের সময়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন সেক্টরে অভূতপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে। সেগুলো হলো :
 

 

১।               তথ্য ও প্রযুক্তি খাতে : জেলায় আইসিটি খাতে উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঢাকা এর মাধ্যমে ৬০জন কর্মকর্তা/কর্মচারী/শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জেলার ৩৯টি স্কুল ও কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এ সব কম্পিউটার ল্যাব এর মাধ্যমে জেলার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষা প্রদানের নিমিত্ত জেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০৫জন শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরীর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হয়েছে। জেলা ই-সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ৬৭টি ইউনিয়নে ৬৮টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা সরকারের সেবাসমূহ জনগনের দোরগোড়ায় দ্রুত পৌছে দিচ্ছে। জেলার যে কোন এলাকার জনগন যে কোন ধরণের নকলের জন্য আর জেলা সদরে আসতে হয় না, সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে তাদের কাঙ্খিত নকল সংগ্রহ করতে পারছে।
 

 

২।               আশ্রয়ন প্রকল্প : মৌলভীবাজার জেলায় মোট ০৬টি আশ্রায়ন প্রকল্প রয়েছে। উক্ত আশ্রায়ন প্রকল্পগুলোতে সর্বমোট ৪১০টি পরিবার আছে। পরিবারগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার জন্য আশ্রায়ন প্রকল্পগুলোতে ঋন বিতরন কার্যক্রম চালু করা হয়েছে এবং প্রতিটি পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হওয়েছে। পরিবারগুলোকে খাদ্য সহায়তার পাশাপাশি পেশা ভিত্তিক প্রশিক্ষণও প্রদান করা হয়। আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী পরিবারের ২২১জন ছাত্র-ছাত্রী নিয়মিত স্কুলে যাতায়াত করে।
 

 

৩।               ভূমি অধিগ্রহণ বিষয়ক : মৌলভীবাজার জেলায় বিভিন্ন সেবাধর্মী সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : ‡gŠjfxevRvi ‡cŠimfvi eR©¨ e¨e¯’vcbvi Rb¨ 3.32 Gকi ভূমি, Ryox _vbv feb wbg©v‡Yi Rb¨ ১.০0Gকi ভূমি, evsjv‡`k Db¥y³ wek¦ we`¨vj‡qi †Rjv Awdm ¯’vc‡bi জন্য০.৩০একর ভূমি,cÖevmx Kj¨vY gš¿Yvj‡qi KvwiMix cÖwkÿY†K›`ª ¯’vc‡bi Rb¨২.০০একর ভূমি, Ryox Dc‡Rjv cÖvYx m¤ú` ¯’vc‡bi Rb¨ ০.৩০ একর ভূমি, ivRbMi Dc‡Rjvq M¨vm mieiv‡ni Rb¨ ০.১৯৪০ একর ভূমি, মৌjfxevRvi m`i Dc‡Rjvq 33/11 †Kwf we`y¨r Dc‡K›`ª ¯’vc‡bi Rb¨ ০.৩৩ একর ভূমি, AvÂwjK cvm‡cvU© Awdm ¯’vc‡bi Rb¨ ০.৩৩ একর ভূমি, kÖxg½j †cŠimfvi eR©¨ e¨e¯’vcbvi Rb¨ 2.4383 Gকi ভূমি,  kÖxg½j kni cywjk dvuwoi Rb¨ 0.07 Gকi ভূমিএবং KzjvDov Dc‡Rjvaxb kwidcyi BDwbq‡b 1†f›U ¯øyBm wbg©v‡Yi Rb¨ 0.37 GKiভূমি অধিগ্রহণ করা হয়েছে।
 

 

৪।               মুক্তিযোদ্ধা, সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান : ইতোমধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং সরকারের বরাদ্দমতে জেলার ১৪৪০ জন মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়েছে। তাছাড়া জেলার সংস্কৃতিসেবী, সাংস্কৃতিক প্রতিষ্টানক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদেরও অনুদান প্রদান করা হয়েছে। ২০০৯সাল থেকে এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় ৫৩ জন সংস্কৃতিসেবীকে, ২৪টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ০৯ জন ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকদের অনুদান প্রদান করা হয়েছে।
 

 

৫।               এনজিও কার্যক্রম :  মৌলভীবাজার জেলায় মোট ৪২টি এনজিও এর কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকারের সময় এনজিও এর মাধ্যমে গরীব, দুস্থ: জনসাধারনের মধ্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তাছাড়া স্যানিটেশন, হাইজিন, যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম, উপানুষ্ঠানিক শিক্ষা, নারী ও দরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচী গ্রহণ, শিশু অধিকার নিশ্চিত করণ, কিশোরীদের জীবিকা ও কর্মসংস্থান, সামাজিক ক্ষমতায়ন, এডভোকেসি কর্মসুচী, যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রম, মানবাধিকার ও আইনী সহায়তা কার্যক্রম, বিভিন্ন আয় বর্ধক কর্মসুচী ইত্যাদি বিভিন্ন কর্মসূচী গ্রহণের জন্য মাধ্যমে জেলার দরিদ্র জনগোষ্ঠির মান উন্নয়নে ব্যপক ভূমিকা রাখছে।
 

 

৬।               শিক্ষা কার্যক্রম : বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলার দরিদ্র পিড়ীত এলাকার স্কুলগুলোতে মিড-ডে মিল চালু করা হয়েছে। বর্তমানে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালু আছে (যার মধ্যে প্রাথমিক বিদ্যালয়-৫৯টি, মাধ্যমিক বিদ্যালয়-০৯টি এবং মাদ্রাসা-০২টি)। তাছাড়া বর্তমান সরকারের সময়ে ২৬৪টি প্রাথমিক বিদ্যালয়-কে জাতীয়করণ, ২৮টি মাধ্যমিক বিদ্যালয়-কে এমপিও ভুক্তকরণ করা হয়েছে এবং শিক্ষার হার ৪২.০৬% হতে বেড়ে ৫১.১% এ উন্নিত হয়েছে।
 

 

৭।               বৈদেশিক ও প্রবাসী কল্যাণ : প্রবাসীদের কল্যাণের জন্য এ জেলায় জেলা প্রশাসনের অধীন পৃথক প্রবাসী কল্যাণ সেল স্থাপন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ শাখা হতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের এ দেশে তাদের যে সমস্যা, অভিযোগ প্রাপ্ত হওয়ার পর তা দ্রুত নিষ্পত্তির করা হয়। তাছাড়া বিদেশগমনেচ্ছু কর্মীদের অন-লাইনে রেজিষ্ট্রেশন করে দক্ষ ও অদক্ষ কর্মীদের জাতীয় ডাটাবেইজ তৈরী করা হয়েছে এবং ইতোমধ্যে সরকারী ব্যবস্থাপনায় অনেক কর্মীকে মালয়েশিয়ার প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
 

 

৮।               উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের উপর বিলবোর্ড স্থাপন করা হয়েছে। জেলা সদর-০২টি, মৌলভীবাজার সদর-০৪টি, রাজনগর-০৩টি, কুলাউড়া-০২টি, জুড়ী-০৪টি, বড়লেখা-০১টি, শ্রীমঙ্গল-০১টি এবং কমলগঞ্জ-০২টি বিলবোর্ড স্থাপন করা হয়ছে। তাছাড়া উক্ত তথ্যগুলো জেলার ওয়েব সাইট www.moulvibazar.gov.bd এ প্রকাশ করা হয়েছে।
 

 

            ইহা মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ্‌সঙ্গে প্রেরণ করা হলো।

স্বাক্ষরিত/-

           (মো: কামরুল  হাসান)

            জেলা প্রশাসক

             মৌলভীবাজার।

              ফোন নং-০৮৬১-৬৩২০২

ছবি
ডাউনলোড