ক্র:নং | সিদ্ধান্ত | বাস্তবায়ন কর্তৃপক্ষ |
---|---|---|
১. | পেন্ডিং চোরাচালান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।চোরাচালান সম্পর্কিত তথ্যাদি সমন্বয়পূর্বক প্রতিবেদনাকারে এ কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ জানানো হলো। | পুলিশ সুপার মৌলভীবাজার ও বিজ্ঞ পিপি, মৌলভীবাজার। |
২. | চোরাচালান মামলার তদন্ত দ্রুত সম্পন্ন, আসামীদের গ্রেফতার এবং যথাসময়ে চার্জসীট বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য অনুরোধ জানানো হলো। | ঐ |
৩. | পেন্ডিং চোরাচালান মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কিত তথ্যাদি প্রতিটি সভায় উত্থাপন করার জন্য এবং নিষ্পত্তিকৃত চোরাচালান মামলার রায়ের কপি এ কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হলো।
| বিজ্ঞ পিপি মৌলভীবাজার। |
৪. | কোর্টমালখানায়দীর্ঘদিনেরপুরাতনওনিষ্পত্তিকৃতমামলায়জব্দকৃতআলামতবিজ্ঞআদালতেরআদেশ/বিধিমোতাবেকনিষ্পত্তি করারঅনুরোধজানানোহলো।
| পুলিশ সুপার মৌলভীবাজার । |
৫ | চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স/সমন্বয় ও চোরাচালান মামলা মনিটরিং সেলের প্রত্যেকটি সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো। | বিজ্ঞ পিপি মৌলভীবাজার। |
৬. | চোরাচালান মামলার রায় ঘোষণারপর/মামলা নিষ্পত্তি হলেসংশ্লিষ্ট মামলার আলামতসমূহ বিধি মোতাবেক নিষ্পত্তিকরার বিষয়ে বিজ্ঞ আদালতেরআদেশ গ্রহণকরার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ জানানো হলো। | বিজ্ঞ পি.পি মৌলভীবাজার। |
৭ | চোরাচালান মামলার সিজার লিস্টে তারিখ,সময় ও স্থান ঠিকভাবে উল্লেখ করতে হবে এবং আসামী ধৃত হওয়ার সময় অপরাধ সংঘটনের স্থলেই আসামী, সাক্ষীগণ এবং আলামতের ছবি তুলে তা জব্দ তালিকার সাথে সংযুক্ত করার জন্য পুনরায় অনুরোধ জানানো হলো। | পুলিশ সুপার তত্ত্বাবধায়ক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার । |
৬ | মালখানার নিরাপত্তা ও আলামত হেফাজতের প্রক্রিয়া নিয়মিতভাবে সরেজমিনে পরিদর্শন অব্যাহত রাখতে হবে। | অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কোর্ট ইন্সপেক্টর, মৌলভীবাজার। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস