ঐতিহ্যমন্ডিত সভ্য একটি জনপদ হিসেবে আবহমান কাল স্বীকৃত হাওড়-বাওড়, পাহাড় বেষ্টিত জেলা শহর মৌলভীবাজার। ১৯৫৬ সালের ১ জুলাই শহরের দক্ষিণ প্রান্তে প্রতিষ্ঠা পায় এই মৌলভীবাজার কলেজ। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব এম.আরিফ বিদ্যানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গকে নিয়ে এ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ২০-২৫ জন শিক্ষার্থী নিয়ে Intermediate College হিসেবে যাত্রা শুরু এই কলেজের। পরবর্তীতে ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়। ১৮.০০ একরের বেশি ভূমি নিয়ে অবস্থিত এই কলেজ। ১৯৮০ সালে কলেজটি সরকারীকরণ করা হয়। ১৯৯৯-২০০০ সালে মৌলভীবাজার সরকারি কলেজে মোট ০৮ টি অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে ১৪টি বিষয়ে অনার্স কোর্স ও ৫টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে।
ঐতিহ্যমন্ডিত সভ্য একটি জনপদ হিসেবে আবহমান কাল স্বীকৃত হাওড়-বাওড়, পাহাড় বেষ্টিত জেলা শহর মৌলভীবাজার। ১৯৫৬ সালের ১ জুলাই শহরের দক্ষিণ প্রান্তে প্রতিষ্ঠা পায় এই মৌলভীবাজার কলেজ। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব এম.আরিফ বিদ্যানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গকে নিয়ে এ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ২০-২৫ জন শিক্ষার্থী নিয়ে Intermediate College হিসেবে যাত্রা শুরু এই কলেজের। পরবর্তীতে ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়। ১৮.০০ একরের বেশি ভূমি নিয়ে অবস্থিত এই কলেজ। ১৯৮০ সালে কলেজটি সরকারীকরণ করা হয়ইয়। ১৯৯৯-২০০০ সালে মৌলভীবাজার সরকারি কলেজে মোট ০৮ টি অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে ১৪ টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে (বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা )। ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ০৫ টি Masters Course চালু করা হয়(বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি,হিসাববিজ্ঞান)।
পদবী | পদসংখ্যা
|
প্রফেসার | ০৪ |
সহযোগী অধ্যাপক | ১৪ |
সহকারী অধ্যাপক | ১৫ |
প্রভাষক | ২৯ |
প্রদর্শক | ০৪ |
অন্যান্য | ০৭ |
৪র্থ শ্রেণী | ১৬ |
ভৌত অবকাঠামোগত বিবরণীঃ
কক্ষ সংখ্যাঃ তত্ত্বীয় শ্রেণীকক্ষ = ২৬ টি
ব্যবহারিক শ্রেণীশ্রেণীকক্ষ = ০৫ টি
সেমিনার শ্রেণীকক্ষ = ১১ টি
লাইব্রেরি = ০১ টি
ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বাস = ০১ টি
ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মাঠ = ০১ টি
আধুনিক অডিটোরিয়াম = ০১ টি
ছাত্র হোস্টেল (৫০ সিট ) = ০১ টি
ছাত্রী হোস্টেল (৫০ সিট ) = ০১ টি
একাদশ শ্রেণিতে ১২০০ জন
দ্বাদশ শ্রেণিতে ১১৯৭ জন
স্নাতক পাস ৩১৩১ জন
স্নাতক সম্মান ৪২৭৫ জন
স্নাতকোত্তর ২৪১ জন
সর্বমোট = ১০০৪৪ জন
ফলাফল
পাসের হার (সাল ২০১২)
উচ্চ মাধ্যমিক: ৮১%
স্নাতক পাস: ৫৫%
স্নাতক সম্মান: ৯০%
স্নাতকোত্তর: ৯৮%
শিক্ষাবৃত্তি তথ্য
উচ্চ মাধ্যমিক: উপ বৃত্তি (সকল ছাত্রী)
ডিগ্রী: উপ বৃত্তি (সকল ছাত্রী )
শিক্ষাদান করে ভবিষৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলা যাতে তারা দেশ এর উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করতে পারে।
অধ্যক্ষ
মৌলভীবাজার সরকারি কলেজ
মৌলভীবাজার।
ফোন : ০৮৬১-৫২২২০
ইমেইল- mbgovtcollege@yahoo.com
ঢাকা অথবা সিলেট থেকে ট্রেনযোগে শ্রীমঙল স্টেশনে নেমে বাস অথবা প্রাইভেট গাড়িতে মৌলভীবাজার জেলা সদরে এসে রিক্সাযোগে কোর্ট রোডে মৌলভীবাজার সরকারি কলেজ অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস