একতলা ভবন ২ টি, টিন সেট ১ টি, মোট ৫ টি শ্রেণি কক্ষে ৬০৫ জন শিক্ষার্থীকে ০৭ জন শিক্ষক দ্বারা পাঠদান কর্মসূচি চলছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা অপ্রতুল।
জনাব বরদা প্রসাদ দাস, তারা চাuদ দাস, সারদা চরন দাস ও খুরশীদ আলী সাহেবের দানকৃত ৫১ শতক জমির উপর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ঘোষনায় বিদ্যালয়টি জাতীয় করণ হয় এবং সরকারি প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করে।
ছাত্র- ছাত্রীর সংখ্যা (শ্রেনী ভিত্তিক)
শিশু শ্রেনী | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম |
৬৫ | ১১৪ | ১২২ | ১১২ | ১০৯ | ৮৩ |
বিগত ৫ বছরের সমাপনী/ পাবলিক পরীক্ষার ফলাফল:
সন | ডি.আর ভুক্ত ছাত্র-চাত্রী | পরীক্ষায় অংশ গ্রহন কারী | পাশের সংখ্যা | মন্তব্য |
|
|
|
| ২০০৯ সাল থেকে সমাপনী পরীক্ষা হচ্ছে। |
|
|
|
| |
২০০৯ | ৫৫ | ৫৫ | ৪৯ | |
২০১০ | ৬১ | ৬১ | ৬০ | |
২০১১ | ৮০ | ৮০ | ৭৯ |
ভবিষ্যত পরিকল্পনা: বিদ্যলয়ের পাঠের মান উন্নয়ন ও সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% উন্নীত করণ। প্রাথমিক শিক্ষা চক্র শতভাগ নিশ্চিত করণ। ঝরে পড়া রোধ করা ও শিখণ শেখানো কার্যাবলী লিখিত করণ।
যোগাযোগ : দাসের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাক: দাসের বাজার, উপজেলা বড়লেখা, জেলা: মৌলভী বাজার। বড়লেখা সদর হতে ১০ কি: মি: উত্তরে । দাসের বাজর সংলগ্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস