বিদ্যালয়টি একতলা ভবন একটি, অর্ধপাকা একটি শ্রেণীকক্ষে ১৯৮জন শিক্ষার্থীকে ৫জন শিক্ষক দ্বারা পাঠদান কর্মসূচী চলছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষ ও শিক্ষক অপ্রতুল।
বাঘেরকোনা গ্রামের জনাব, আং খালিক ও তেরাকুড়ি গ্রামের আমীন আলী,মুমীন আলী ও নছিব আলী সাহেবের দানকৃত ২৫ শতক জমির উপর এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালের ১লা জুলাই জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের এক ঘোষনায় জাতীয় করন হয় এবং সরকারী প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করে।
শিশু শ্রেণী:২০জন, ১ম শ্রেণী:৩০জন, ২য় শ্রেণী:২৭জন, ৩য় শ্রেণী:৪৩জন, ৪র্থ শ্রেণী:৪৮জন, ৫ম শ্রেণী:৩১জন
১। হাজ্বী মোজাহীদ আলী(সভাপতি), ২। মো: রফিক উদ্দীন(বিদ্যেৎসাহী), ৩।আরতী রাণী রায়((বিদ্যেৎসাহী মহিলা), ৪।হারুনুর রশীদ(অভিভাবক সদস্য), ৫।আনোয়ারা বেগম(ছাত্র অভিভাবক সদস্য), ৬। মখলিছুন নেছা(ছাত্রঅভিভাবক সদস্য), ৭। আং খালিক(সহ সভাপতি), ৮। পার্থ রঞ্জন দাস(প্রধান শিক্ষক সম্পাদক), ৯। নছিব আলী(মেধাবী ছাত্র অভিভাবক), ১০। কৃপা সিন্ধু দে(মাধ্যমিক বিদ্যা: প্রতিনিধি), ১১। সুজিয়া বেগম(শিক্ষক প্রতিনিধি), ১২। মো: সামসুল ইসলাম(ইউ.পি সদস্য)
তেরাকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস