প্রতিষ্টানটি মৌলভীবাজার জেলার, বড়লেখা উপজেলার, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সায়পুর মৌজায় অবস্থিত। প্রতিষ্টানটি ২১২ শতাংশ অখন্ড ভূমির উপর একটি আধাপাকা ভবনের সমন্বয়ে গটিত। বিদ্যালয় ভবনের কক্ষ সংখ্যা মোট ৯টি, ১টি অফিস ৫টি শ্রেণী কক্ষ, ১টি অডিটরিয়াম হল, ১টি নামাজ লাইব্রেরী কক্ষ ও উন্মুক্ত ১টি খেলার মাঠ আছে। বিদ্যালয়টি এলাকার দানবীয় ব্যক্তিবর্গের যৌথ প্রচেষ্টায় অর্থ এলাকার নারী শিক্ষা স্প্রসারণের লক্ষ্যে উক্ত বিদ্যালয়ের ২৩ শে ডিশেম্বর ২০০৫ সালে প্রতিষ্ঠা লাভ করে।০১/০১/২০০ইং তারিখে শিক্ষা বোর্ড কতৃর্ক অনুমতি লাভ করে । ০১/০১/২০১০ ইং তারিখ হতে নবম শ্রেণী খোলার প্রাথমিক অনুমতি লাভ করে।০১/০১/২০১২ইং তারিখ হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্কীকৃতি লাভ করে।
৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সায়পুর গ্রামে অবস্থিত এই স্কুলটি। প্রতিষ্টানটি ২১২ শতাংশ অখন্ড ভূমির উপর একটি আধাপাকা ভবনের সমন্বয়ে গটিত। বিদ্যালয় ভবনের কক্ষ সংখ্যা মোট ৯টি, ১টি অফিস ৫টি শ্রেণী কক্ষ, ১টি অডিটরিয়াম হল, ১টি নামাজ লাইব্রেরী কক্ষ ও উন্মুক্ত ১টি খেলার মাঠ আছে। বিদ্যালয়টি এলাকার দানবীয় ব্যক্তিবর্গের যৌথ প্রচেষ্টায় অর্থ এলাকার নারী শিক্ষা স্প্রসারণের লক্ষ্যে উক্ত বিদ্যালয়ের ২৩ শে ডিশেম্বর ২০০৫ সালে প্রতিষ্ঠা লাভ করে।০১/০১/২০০ইং তারিখে শিক্ষা বোর্ড কতৃর্ক অনুমতি লাভ করে । ০১/০১/২০১০ ইং তারিখ হতে নবম শ্রেণী খোলার প্রাথমিক অনুমতি লাভ করে।০১/০১/২০১২ইং তারিখ হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্কীকৃতি লাভ করে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্রী | মোট |
০১ | ৬ষ্ট | ১০১ | ১০১ |
০২ | ৭ম | ৫৬ | ৫৬ |
০৩ | ৮ম | ৬৭ | ৬৭ |
০৪ | ৯ম | ৫৪ | ৫৪ |
০৫ | ১০ম | ৩৭ | ৩৭ |
১। আকবর আলী, সভাপতি
২। আছদ্দর আলী, প্রতিষ্টাতা সদস্য
৩। হাজী আব্দুল মতিন,দাতা সদস্য
৪। আব্দুল আজিজ, অভিবাবক সদস্য
৫। রফিক উদ্দিন আহমদ, অভিবাবক সদস্য
৬। রহিম উদ্দিন, অভিবাবক সদস্য
৭। নিজাম উদ্দিন, অভিবাবক সদস্য
৮। আয়শা বেগম, অভিবাবক সদস্য
৯। কামরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি
১০। জান্নাত আরা বেগম, শিক্ষক প্রতিনিধি
১১। হাজী নিমার আলী, শিক্ষানুরাগী সদস্য
১২। কয়ছর আহমদ, সদস্য সচিব
শ্রেণী | ২০১০ | ২০১১ | ২০১২ |
জেএসসি | - | - | ৪৪.০৯% |
এসএসসি | ৩৮.৭৫% | ৮০% | ৩৯% |
এইচ এসসি | ৫৪.৭২% | ৩৯.৫৩% | ৭৭.৫০% |
নাই
নাই
ছাত্র ছাত্রীদের ঝরেপড়া রোধকল্পে অভিবাক সমাবেশে আরও গুরুত্ব দিয়ে ঝড়েপড়া রোধ ও ভাল ফলাফল অর্জনের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির যতাসম্বব চেষ্টা করব।
শাহবাজপুর আদশ বালিকা উচ্চ বিদ্যালয় ডাক: পূর্ব শাহবাজপুর, উপজেলা বড়লেখা, জেলা: মৌলভীবাজার।
মৌলভীবাজার থেকে বাস যোগে, বড়লেখা থেকে পিকআপ/সিএন জি যোগে শাহবাজপুর।
নাই
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস