কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন।
প্রতিষ্ঠান পরিচিতি: হযরত শাহ মোস্তফা (রহঃ) সহ অগনিত আওলিয়াদের পূণ্যভূমি মৌলভীবাজার জেলার মাতারকাপন-এ চার একর জমির ওপর মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটটি অবস্থিত।
অধিদপ্তর:কারিগরি শিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয়: শিক্ষা মন্ত্রণালয়।
টেকনোলজি সমূহঃ ১। কম্পিউটার ২। ইলেকট্রনিক্স
৩। ফুড (প্রস্তাবিত) ৪। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (প্রস্তাবিত)
E-mail: moulvibazarpolytechnic@gmail.com
মোবাইল - 01782059681, 01962352865
প্রতিষ্ঠান পরিচিতি
হযরত শাহ মোসত্মফা (রহঃ) সহ অগনিত আওলিয়াদের পূণ্যভূমি মৌলভীবাজার জেলার মাতারকাপন-এ চার একর জমির ওপর মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটটি অবস্থিত। চারদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝে প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে তার অবস্থান জানান দিচ্ছে।
কারিগরি শিক্ষায় পিছিয়ে পরা জনপদ হিসেবে এ শিক্ষা প্রসারের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মরহুম জনাব এম.সাইফুর র্হমান, এম.পি. ৬ ফাল্গুন ১৪১২ মেতাবেক ১৮ ফেব্রম্নয়ারী ২০০৬ সনে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তি প্রসত্মর স্থাপন করেন।
১৩.১০.২০১০ সনে কর্মস্থল পরিবর্তনে ১জন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনানুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রম আরম্ভ হয় এবং পরবর্তীতে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স টেকনোলজিতে ১জন করে শিক্ষককে একই প্রক্রিয়ায় পদায়ন করা হয়।
শিÿাকার্যক্রম ও শিÿার্থী পরিসংখ্যানঃ ২৩.১০.২০১০ সন থেকে ২০১০-২০১১ শিক্ষা সনে কম্পিউটার ও ইলেকট্রনিক্স টেকনোলজিতে যথাক্রমে ১ম শিফট ও ২য় শিফটে (৯১+৯৫) জন মোট ১৮৬ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রমের যাত্রা আরম্ভ হয়।
হোস্টেল সুবিধাঃ শুধুমাত্র ৯৬ জন ছাত্র ধারনÿম ৪ তলা বিশিষ্ট একটি মাত্র হোস্টেল বিল্ডিং আছে।
জুলাই ২০১২ থেকে ৯৬ জন ছাত্রকে সীট বরাদ্দের মাধ্যমে হোস্টেল কার্যক্রম শুরম্ন হয়েছে।
বর্তমান শিক্ষার্থী পরিসংখ্যানঃ
১ম শিফট | ২য় শিফট | ||||||||||
শিক্ষা বর্ষ | পর্ব | টেকনোলজি | ছাত্র | ছাত্রী | মোট | শিক্ষা বর্ষ | পর্ব | টেকনোলজি | ছাত্র | ছাত্রী | মোট |
২০১০-২০১১
| ৬ষ্ঠ | কম্পিউটার | ২১ | - | ২১ | ২০১০-২০১১
| ৬ষ্ঠ | কম্পিউটার | ১৬ | ০২ | ১৮ |
ইলেকট্রনিক্স | ২৪ | - | ২৪ | ইলেকট্রনিক্স | ২৫ | ০২ | ২৭ | ||||
২০১১-২০১২
| ৪থ | কম্পিউটার | ১৮ | ০৩ | ২১ | ২০১১-২০১২
| ৪থ | কম্পিউটার | ২৫ | ০৩ | ২৭ |
ইলেকট্রনিক্স | ২৬ | ০১ | ২৭ | ইলেকট্রনিক্স | ২৭ | - | ২৭ | ||||
২০১২-২০১৩
| ২য়
| কম্পিউটার | ২৭ | ০৩ | ৩০ | ২০১২-২০১৩
| ২য়
| কম্পিউটার | ৩০ | ০৩ | ৩৩ |
ইলেকট্রনিক্স | ৩১ | ৩ | ৩৪ | ইলেকট্রনিক্স | ২৮ | ৩ | ৩১ | ||||
মোট = |
| ১৫৭ | মোট = | ১৬৩ | |||||||
সর্বমোট শিক্ষার্থী = ৩২০ জন |
বৃহত্তর সিলেট জেলার শিÿার্থীর পরিসংখ্যানঃ
বিভাগ/জেলা | পর্ব | শিফট | শিÿার্থীর সংখ্যা | মোট শিÿার্থীর সংখ্যা | শতকরা |
বৃহত্তর সিলেট | ৫ম | ১ম ও ২য় | ৩৭ জন | ১০৭ | ৩৪.০৬% |
বৃহত্তর সিলেট | ৩য় | ১ম ও ২য় | ২৯ জন | ১৬৭ | ১৭.৩৬% |
মৌলভীবাজার | ৫ম | ১ম ও ২য় | ২৪ জন | ১০৭ | ২২.৪২% |
মৌলভীবাজার | ৩য় | ১ম ও ২য় | ১৮ জন | ১৬৭ | ১০.৭৭% |
টেকনোলজি সমূহঃ
ক্রমিক নং | পাঠ্যক্রম অব্যাহত টেকনোলজি |
| ক্রমিক নং | প্রসত্মাবিত টেকনোলজি |
১। | কম্পিউটার |
| ১। | ফুড |
২। | ইলেকট্রনিক্স |
| ২। | রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং |
বাংলাদেশ কারিগরি শিÿা বোর্ড কর্তৃক প্রণিত একাডেমিক নিয়মাবলীঃ
১। গ্রেডিং পদ্ধতি (The Grading System)ঃ
প্রতি সেমিস্টারে একজন ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড এবং তার বিপরীতে গ্রেড পয়েন্ট (GP) অর্জন করবে। নিমণবর্ণিত নিয়মে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড এবং তার বিপরীতে গ্রেড পয়েন্ট প্রদান করা হবে।
প্রাপ্ত নম্বর | লেটার গ্রেড | গ্রেড পয়েন্ট (GP) |
৮০% এবং তার উপর | A+ | ৪.০০ |
৭৫% থেকে ৮০% এর নিচে | A | ৩.৭৫ |
৭০% থেকে ৭৫% এর নিচে | A- | ৩.৫০ |
৬৫% থেকে ৭০% এর নিচে | B+ | ৩.২৫ |
৬০% থেকে ৬৫% এর নিচে | B | ৩.০০ |
৫৫% থেকে ৬০ % এর নিচে | B- | ২.৭৫ |
৫০% থেকে ৫৫% এর নিচে | C+ | ২.৫০ |
৪৫% থেকে ৫০% এর নিচে | C | ২.২৫ |
৪০% থেকে ৪৫% এর নিচে | D | ২.০০ |
৪০% এর নিচে | F | ০.০০ |
২। পর্ব ভিত্তিক গড় গ্রেড পয়েন্ট (GPA) এর গুরম্নত্ব
১ম পর্ব | ৫% |
২য় পর্ব | ৫% |
৩য় পর্ব | ৫% |
৪র্থ পর্ব | ১৫% |
৫ম পর্ব | ১৫% |
৬ষ্ঠ পর্ব | ১৫% |
৭ম পর্ব | ২০% |
৮ম পর্ব (ইন্ডাঃ ট্রেনিং) | ১০% |
৩। ধারাবাহিক মূল্যায়ন ও পর্ব সমাপনী পরীÿা -
৩.১। কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে মোট অনুষ্ঠিত ক্লাসের শতকরা ৮০ ভাগ ক্লাসে উপস্থিত না থাকলে তাকে পর্ব সমাপনী পরীÿায় অংশগ্রহণ করার অনুমতি দেয়া হবে না। তবে অসুস্থতা বা অন্য কোন গ্রহণযোগ্য কারণে ইনস্টিটিউটের শিÿা পরিষদ সর্বোচ্চ শতকরা ১০ ভাগ অনুপস্থিতি মওকুফ করতে পারবে। পর্ব সমাপনী পরীÿার ÿÿত্রে পর্ব সমাপনী পরীÿা তথ্য ফরম (EIF) পূরণের দিন পর্যমত্ম অনুষ্ঠিত ক্লাসের ভিত্তিতে হাজিরা হিসেবে করতে হবে।
৩.২। ১ম পর্বের ছাত্রছাত্রী ব্যতিত নির্ধারিত হাজিরা অর্জনে ব্যর্থ অথবা কর্তৃপÿÿর নিকট গ্রহণযোগ্য অন্য কোন কারণে পর্ব সমাপনী পরীÿায় ফরম পূরণে ব্যর্থ ছাত্রছাত্রী যে পর্বে ব্যর্থ হয়েছে পরবর্তী সংশিস্নষ্ট পর্বে রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকা সাপেÿÿ ধারাবাহিকভাবে পরপর সর্বোচ্চ দুইবার পুনরায় ভর্তি হয়ে নিয়মিতভাবে অধ্যয়ন করার সুযোগ পাবে।
১ম পর্বের ছাত্র-ছাত্রীর ÿÿত্রে পর্ব সমাপনী পরীÿার ফরম পূরণে ব্যর্থ হলে উক্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
৩.৩। সকল পর্বের প্রত্যেক তত্ত্বীয় বিষয়ের বা বিষয়ের তত্ত্বীয় অংশের মোট নম্বরের ২০% ধারাবাহিক মূল্যায়নের জন্য এবং ৮০% পর্ব সমাপনী পরীÿার জন্য নির্ধারিত থাকবে। ধারাবাহিক মূল্যায়নের নম্বর ক্লাস টেস্ট, কুইজ ও উপস্থিতির জন্য নির্ধারিত থাকবে। ন্যূনপÿÿ দুইটি ক্লাস টেস্ট ও নূন্যতম তিনটি কুইজ অনুষ্ঠিত হবে।
ক্লাস টেস্ট, কুইজ ও উপস্থিতির জন্য নম্বর বিন্যাস হবে নিমণরূপঃ
তত্ত্বীয় বিষয় বা বিষয়ের তত্ত্বীয় অংশের মোট নম্বরের ভিত্তিতে-
ক্লাস টেস্টঃ |
|
| ১০% |
|
কুইজঃ |
|
| ০৬% |
|
উপস্থিতিঃ |
| (৭০% উপস্থিতির ঊর্ধ্বে আনুপাতিক হারে | ০৪% |
|
[ উপস্থিতির ব্যাখ্যাঃ ৯০% এর উপরে-৪০%; ৮০%-৯০% ৩%; ৭০%-৭৯% ০২%]
৩.৪। তাত্ত্বিক ধারাবাহিক এবং তাত্ত্বিক পর্ব সমাপনী পরীÿায় সম্মিলিতভাবে ন্যূনতম D গ্রেড পেয়ে পাশ করতে হবে।
৩.৫। বিষয় শিÿকগণ ক্লাস টেস্টের তারিখ, সময় ও স্থান পূর্বেই ছাত্রছাত্রীদিগকে অবহিত করবেন। ৭ম ও ১২ তম সপ্তাহে ক্লাশ টেস্ট অনুষ্ঠিত হবে। কুইজসমূহ ক্লাস চলকালীন যে কোন সময় অনুষ্ঠিত হতে পারে।
৩.৬। বিষয় শিÿক ক্লাস টেস্ট ও কুইজ পরীÿার পরীÿÿত উত্তরপত্র সংশিস্নষ্ট ছাত্রছাত্রীদের ৭ কার্যদিবেসের মধ্যে ক্লাসে দেখানোর পর নম্বর তালিকাসহ সংশিস্নষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিবেন।
৩.৭। সকল পর্বের প্রত্যেক ব্যবহারিক বিষয় বা বিষয়ের ব্যবহারিক অংশের ধারাবাহিক মূল্যায়নের জন্য ৫০%নম্বর ও পর্ব সমাপনী ব্যবহারিক পরীÿার জন্য ৫০% নম্বর নির্ধারিত থাকবে।
ব্যবহারিক বিষয়/বিষয়ের ব্যবহারিক ধারাবাহিক অংশের মানবন্টন হবে নিমণরূপঃ
মূল্যায়নের ÿÿত্র | ১০০% এর ÿÿত্রে | ৫০% এর ÿÿত্রে |
ক. জব/এক্সপেরিমেন্ট | ৬০% | ২৫% |
খ. বাড়ির কাজ | ১০% | ০৫% |
গ. জব/এক্সপেরিমেন্ট রির্পোট প্রস্ত্ততকরণ | ১০% | ০৫% |
ঘ. জব/এক্সপেরিমেন্টের উপর মৌখিক পরীÿা | ০৮% | ০৫% |
ঙ. আচরন | ০২% | ০২% |
চ. উপস্থিতি | ১০% | ০৮% |
উপস্থিতি ৫০% এর ÿÿত্রে ৯০% এর উপরে ০৮% ; ৮০%-৯০% ০৬%; ৭০%-৭৯% ০৪%]
[উপস্থিতি ১০০% এর ÿÿত্রে ৯০% এর উপরে ১০% ; ৮০%-৯০% ০৮%; ৭০%-৭৯% ০৬%]
৩.৮ ব্যবহারিক পর্ব সমাপনী মূল্যায়নের মানবন্টনঃ
মূল্যায়নের ÿÿত্র | ৫০% এর ÿÿত্রে |
ক. জব/এক্সপেরিমেন্ট | ৩০% |
খ. জব/এক্সপেরিমেন্ট রির্পোট | ১০% |
গ. জব/এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ের মৌখিক পরীÿা | ১০% |
৩.৯। ব্যবহারিক ধারাবাহিক এবং ব্যবহারিক পর্ব সমাপনী পরীÿায় আলাদাভাবে ন্যূনতম Dগ্রেড পেয়ে পাশ করতে হবে।
৩.১০। বোর্ড কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্বের ক্লাস এবং ৮ম পর্বের ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং সমাপনামেত্ম পর্ব সমাপনী পরীÿা অনুষ্ঠিত হবে।
৩.১১। সকল পর্বের ছাত্রছাত্রীকে প্রতি বিষয়ে/বিষয়ের অংশে ন্যূনতম Dগ্রেড পেয়ে তত্ত্বীয় ধারাবাহিক মূল্যায়ন ও তত্ত্বীয় পর্ব সমাপনী পরীÿা সম্মিলিতভাবে এবং ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়ন ও ব্যবহারিক পর্ব সমাপনী পরীÿায় পৃথকভাবে পাস করতে হবে।
৩.১২। ব্যবহারিক অংশের ধারাবাহিক মূল্যায়ন কোন বিষয়/বিষয়সমূহে অকৃতকার্য ছাত্রছাত্রীকে সংশিস্নষ্ট পর্বে অনুত্তীর্ণ ঘোষণা করা হবে। এরূপ অনুত্তীর্ণ ছাত্রছাত্রী যে পর্বে অনুত্তীর্ণ হয়েছে পরবর্তী সংশিস্নষ্ট পর্বে ধারাবাহিকভাবে পর পর সর্বোচ্চ দুইবার বোর্ড নির্ধারিত ফি দিয়ে পুনঃভর্তি হয়ে নিয়মিতভাবে উক্ত অকৃতার্য বিষয়/বিষয়সমূহে অধ্যয়ন করে সংশিস্নষ্ট পর্ব সমাপনী পরীÿায় নিয়মিত পরীÿার্থী হিসেবে অংশ গ্রহণ করতে পারবে এবং উক্ত বিষয়/বিষয়সমূহের সকল অংশে অর্থাৎ তত্ত্বীয় ধারাবাহিক ও পর্ব সমাপনী অংশে সম্মিলিতভাবে এবং ব্যবহারিক পর্ব সমাপনী ও ধারাবাহিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। এ পরীÿায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। উক্ত সময়ের মধ্যে এ সুযোগ গ্রহণ করে পরীÿায় অকৃতকার্য হলে উক্ত ছাত্রছাত্রী আর কোন সুযোগ পাবে না।
৩.১৩। কোন ছাত্রছাত্রী ১ম, ২য় ও ৩য় পর্বে, পর্ব সমাপনী পরীÿায় এক বা দুই বিষয়ে তাত্ত্বিক/ব্যবাহরিক অংশে অকৃতকার্য হলে উক্ত ছাত্রছাত্রীকে সাময়িকভাবে পরবর্তী পর্বে অধ্যায়নের সুযোগ দেয়া হবে। তবে এরূপ অনধিক যে দুই বিষয়ে অকৃর্তকার্য হয়েছে শুধুমাত্র সেই বিষয়/বিষয়সমূহের পরীÿা পরবর্তী পর্বের ক্লাশ আরম্ভের ৪০ (চলিস্নশ) দিনের মধ্যে (বোর্ড নির্ধারিত সময়ে) এই পরিপূরক পরীÿায় নির্ধারিত ফি দিয়ে অংশগ্রহণ করতে পারবে। এই পরিপূরক পরীÿায় অকৃর্তকার্য হলে উক্ত ছাত্রছাত্রীর উক্ত পর্বে সাময়িকভাবে অধ্যয়নের অনুমতি বাতিল হয়ে যাবে এবং সংশিস্নষ্ট পর্বে অনুত্তীর্ণ ঘোষনা করা হবে। এরূপ অনুত্তীর্ণ ছাত্রছাত্রী যে পর্বে অনুত্তীর্ণ হয়েছে পরবর্তী সংশিস্নষ্ট পর্বে ধারাবাহিকভাবে পর পর সর্বোচ্চ দুইবার যে বিষয়/বিষয়সমূহে অকৃর্তকার্য হয়েছে শুধুমাত্র সেই বিষয়/বিষয়সমূহের অনিয়মিত পরীÿার্থী হিসেবে পরীÿায় অংশ গ্রহণ করতে পারবে এবং এই পরীÿায় প্রত্যেক অকৃতকার্য বিষয়/বিষয়সমূহের তত্ত্বীয়/ব্যবহারিক অংশের পর্ব সমাপনী পরীÿায় পৃথকভাবে উত্তীর্ণ হয়ে বোর্ড নির্ধারিত ফি দিয়ে পুনঃভর্তির মাধ্যমে পরবর্তী পর্বে অধ্যয়নের সুযোগ পাবে। এ পরীÿায় প্রাপ্ত নম্বর বিবেচনা করে ফলাফল নির্ধারিত করা হবে। উক্ত সময়ের মধ্যে এ সুযোগ গ্রহণ করে পরীÿায় অকৃতকার্য হলে ঐ ছাত্রছাত্রী অধ্যয়নের আর কোন সুযোগ পাবে না।
৩.১৪। কোন ছাত্রছাত্রী ১ম, ২য় ও ৩য় পর্বে, পর্ব সমাপনী পরীÿায় তিন বা ততোধিক বিষয়ে অকৃতকার্য হলে উক্ত ছাত্রছাত্রীকে সংশিস্নষ্ট পর্বে অনুত্তীর্ণ ঘোষণা করা হবে। এরূপ অনুত্তীর্ণ ছাত্রছাত্রী যে পর্বে অনুত্তীর্ণ হয়েছে পরবর্তী সংশিস্নষ্ট পর্বে ধারাবাহিকভাবে পর পর সর্বোচ্চ দুইবার যে বিষয়/বিষয়সমূহে অকৃর্তকার্য হয়েছে শুধুমাত্র সেই বিষয়/বিষয়সমূহে অনিয়মিত পরীÿার্থী হিসাবে পরীÿায় অংশগ্রহণ করতে পারবে। এ পরীÿায় প্রত্যেক অকৃর্তকার্য বিষয়ে/বিষয়সমূহের তত্ত্বীয়/ব্যবহারিক অংশের পর্ব সমাপনী পরীÿায় পৃথকভাবে উত্তীর্ণ হয়ে বোর্ডে নির্ধারিত ফি দিয়ে পূণঃভর্তির মাধ্যমে পরবর্তী পর্বে অধ্যয়নের সুযোগ পাবে। এ পরীÿায় প্রাপ্ত নম্বর বিবেচনা করে ফলাফল নির্ধারন করা হবে। উক্ত সময়ের মধ্যে এ সুযোগ গ্রহণ করে পরীÿায় অকৃর্তকার্য হলে এই ছাত্রছাত্রী অধ্যয়নের আর কোন সুযোগ পাবে না।
সহশিÿা কার্যক্রমঃ শিÿার্থীদের সার্বিক মননশীলতার বিকাশ সাধন ও সহশিÿাকার্যক্রম ২০ সদস্য বিশিষ্ট নির্বাচিত ক্লাশ প্রতিনিধি শিÿার্থী সদস্য সমন্বয়ে বিভিন্ন কমিটি দ্বারা পরিচালিত হয়। কমিটিগুলো নিমণরূপঃ
১। ইনডোর গেমস কমিটি।
২। আউডোর গেমস কমিটি।
৩। শিÿা ও সাংস্কৃতিক বিষয়ক কমিটি।
৪। পরিবেশ বিষয়ক কমিটি।
প্রতিটি কমিটির উপদেষ্টা হিসেবে একজন শিÿক এবং পদাধিকার বলে অধ্যÿ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। কমিটির সহযোগিতায় বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও অন্যান্য গুরম্নত্বপূর্ণ কর্মসূচী যথাযথ মর্যদায় পালিত হয়। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও প্রতিটি কমিটির কার্যক্রম পালিত হয়।
কোর্স সমাপ্তির পর অর্জিত যোগ্যতাঃ ডিপেস্নামা-ইন-ইঞ্জিনিয়ারিং।
কর্মক্ষেত্রে পদ মর্যদাঃ উপ-সহকারী প্রকৌশলী/জুনিয়র ইঞ্জিনিয়ার/জুনিয়র এক্সিকিউটিভ।
বি এসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের সুযোগঃ
(১) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর।
(২) বেসরকারী বিশ্ববিদ্যালয়।
·ছাত্র-ছাত্রীদের জন্য ইউনিফরম/ড্রেসঃ
১। ছেলেদের জন্য -
ক) শার্টঃ ফুল শার্ট, রং কফি।
গ) প্যান্টঃ কালো রং (ফরমাল), জিন্স গ্রহণ যোগ্য নহে।
ঘ) জুতাঃ কালো, ফিতা ছাড়া
২। মেয়েদের জন্য-
ক) স্ফার্ফ/ওড়ানা রং সাদা
খ) বোরকা/কামিজ বেল্ট সিস্টেম রং-কফি
গ) সেলোয়ারের রং সাদা
ঘ) জুতাঃ কালো।
শিÿার্থীদের অবশ্যই করণীয়ঃ
·ব্যবহারিক ক্লাশে এপ্রোন পরে আসা বাধ্যতামূলক
·পরিচয়পত্র সঙ্গে করে ক্লাশে আসা বাধ্যতামূলক।
·ইউনিফরম/ড্রেস পরিধান করে ক্লাশে আসা বাধ্যতামূলক।
সিটিজেন চার্টার
ভিশনঃ ‘‘সর্বোত্তম কারিগরি পেশা নির্বাচনে যোগ্যতম হিসেবে গড়ে তোলা।’’
মিশনঃ (১) স্থানীয় ও আমর্ত্মজাতিক বাজারের উপযোগী ডিপেস্নামা ইঞ্জিনিয়ার তৈরি করা।
(২) দক্ষ মানব সম্পদ তৈরি।
(৩) ক্যারিয়ার কাউন্সিলিং ও গাইডেন্স প্রদান করা ।
(৪) শিল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করা ।
সেবা গ্রহিতা ও ধরনঃ
(১) শিক্ষার্থী।
(২) অভিভাবক।
(৩) নিয়োগকারী সংস্থা।
(৪) বিভিন্ন উদ্যোক্তা।
(৫) যে কোন নাগরিক।
(৬) কম্পিউটার ও ইলেকট্রনিক্স টেকনোলজি সম্পর্কিত পরিসেবা।
যোগাযোগ(মোবাইল)ঃ
জনাব এম.এম.আলী সুজা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) | ০১১৯০৮৮৮৩৪৫ |
জনাব মোহাম্মদ বিলস্নাল হোসেন, চীফ ইনস্ট্রাক্টর (নন-টেক) পদার্থ | ০১৮২০৫৪৮৭৪৮ |
জনাব সামসুল আলম,চীফ ইনস্ট্রাক্টর (টেক) কম্পিউটার | ০১৭১১৫৭৭৫৪৫ |
জনাব মফিজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ইলেকট্রনিক্স | ০১৮১৬২৮৪৮৫৬ |
জনাব মোঃ আব্দুর রহমান মিয়া, (ভারপ্রাপ্ত) রেজিষ্ট্রার | ০১৭২৯১৬৬০০৯ |
-´-
-৬-
১ম শিফট | ২য় শিফট | ||||||||||
শিক্ষা বর্ষ | পর্ব | টেকনোলজি | ছাত্র | ছাত্রী | মোট | শিক্ষা বর্ষ | পর্ব | টেকনোলজি | ছাত্র | ছাত্রী | মোট |
২০১০-২০১১
| ৬ষ্ঠ | কম্পিউটার | ২১ | - | ২১ | ২০১০-২০১১
| ৬ষ্ঠ | কম্পিউটার | ১৬ | ০২ | ১৮ |
ইলেকট্রনিক্স | ২৪ | - | ২৪ | ইলেকট্রনিক্স | ২৫ | ০২ | ২৭ | ||||
২০১১-২০১২
| ৪থ | কম্পিউটার | ১৮ | ০৩ | ২১ | ২০১১-২০১২
| ৪থ | কম্পিউটার | ২৫ | ০৩ | ২৭ |
ইলেকট্রনিক্স | ২৬ | ০১ | ২৭ | ইলেকট্রনিক্স | ২৭ | - | ২৭ | ||||
২০১২-২০১৩
| ২য়
| কম্পিউটার | ২৭ | ০৩ | ৩০ | ২০১২-২০১৩
| ২য়
| কম্পিউটার | ৩০ | ০৩ | ৩৩ |
ইলেকট্রনিক্স | ৩১ | ৩ | ৩৪ | ইলেকট্রনিক্স | ২৮ | ৩ | ৩১ | ||||
মোট = |
| ১৫৭ | মোট = | ১৬৩ | |||||||
সর্বমোট শিক্ষার্থী = ৩২০ জন |
শিক্ষা বিষয়ক পরিষদ
জনাব এম.এম.আলী সুজা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) | ০১১৯০৮৮৮৩৪৫ |
জনাব মোহাম্মদ বিলস্নাল হোসেন, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) পদার্থ | ০১৮২০৫৪৮৭৪৮ |
জনাব সামসুল আলম,ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার | ০১৭১১৫৭৭৫৪৫ |
জনাব মফিজুল ইসলাম, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ইলেকট্রনিক্স | ০১৮১৬২৮৪৮৫৬ |
জনাব মোঃ আলমগীর হোসেন, (ভারপ্রাপ্ত) রেজিষ্ট্রার | ০১৭২৯১৬৬০০৯ |
প্রশাসনিক বিষয়ক পরিষদ
জনাব এম.এম.আলী সুজা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) | ০১১৯০৮৮৮৩৪৫ |
জনাব মোহাম্মদ বিলস্নাল হোসেন, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) পদার্থ | ০১৮২০৫৪৮৭৪৮ |
জনাব সামসুল আলম,ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার | ০১৭১১৫৭৭৫৪৫ |
জনাব মফিজুল ইসলাম, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ইলেকট্রনিক্স | ০১৮১৬২৮৪৮৫৬ |
জনাব মোঃ নাসির হোসেন, (নিরাপত্তা কমকতা) | ০১৭২৯১৬৬০০৯ |
সিটিজেন চার্টার
ভিশনঃ ‘‘সর্বোত্তম কারিগরি পেশা নির্বাচনে যোগ্যতম হিসেবে গড়ে তোলা।’’
মিশনঃ (১) স্থানীয় ও আমর্ত্মজাতিক বাজারের উপযোগী ডিপেস্নামা ইঞ্জিনিয়ার তৈরি করা।
(২) দক্ষ মানব সম্পদ তৈরি।
(৩) ক্যারিয়ার কাউন্সিলিং ও গাইডেন্স প্রদান করা ।
(৪) শিল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করা ।
সেবা গ্রহিতা ও ধরনঃ
(১) শিক্ষার্থী।
(২) অভিভাবক।
(৩) নিয়োগকারী সংস্থা।
(৪) বিভিন্ন উদ্যোক্তা।
(৫) যে কোন নাগরিক।
(৬) কম্পিউটার ও ইলেকট্রনিক্স টেকনোলজি সম্পর্কিত পরিসেবা।
কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট
শমসেরনগর রোড, মাতারকাপন, মৌলভীবাজার।
E-mail: moulvibazarpolytechnic@gmail.com
মোবাইল - 01782059681, 01962352865
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস