ভূমি অধিগ্রহণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার।
ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার পদবী, কক্ষ নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী, কক্ষ নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০১ |
ভূমি অধিগ্রহণ সংক্রান্ত |
স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুবকুমদখল আইন ২০১৭ এর ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার সময় সীমা:- (১) প্রস্তাব প্রাপ্তির পর সম্ভাব্যতা যাচাইয়ের সময় সীমা=২১ দিন। (২) ৪ ধারা মতে নোটিশ প্রদানের পর আপত্তি দাখিলের সময় সীমা=১৫ কার্যদিবস। (৩) অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি পাওয়া গেলে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে বিভাগীয় কমিশনার/জেলা প্রশাসক এর সময় সীমা=৩০ কার্যদিবস। ৫০ বিঘার বেশী হলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত হবে=60 কার্যদিবস। (৪) 7 ধারা মতে নোটিশ প্রদানের পর প্রাক্কলন তৈরীর সময়=৩০ কার্যদিবস। (৫) প্রাক্কলিত টাকা জমা প্রদানের সময়=১২০ কার্যদিবস। (৬) ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে 8 ধারামতে নোটিশ প্রদানের সময়সীমা=15 কার্যদিবস। (৭) গেজেট বিজ্ঞপ্তির সময় সীমা=৯০ দিন। (৮) গেজেট প্রাপ্তির পর সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ=7 কার্যদিবস (9) সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক নামজারীর সময়সীমা= 15 কার্যদিবস। |
স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশাবলীর ১ ও ২ নং অনুচ্ছেদ । (১) সরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার ক্ষেত্রেঃ (ক) নির্ধারিত ছকে প্রস্তাব। (খ) প্রকল্পের বিস্তারিত বর্ণনা। (গ) প্রত্যাশি সংস্থার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কর্তৃক ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদনপত্র। (ঘ) উন্নয়ন প্রকল্পের অনুমোদন সংক্রান্ত প্রশাসনিক আদেশ। (ঙ) অর্থ প্রদানের নিশ্চয়তাপত্র। (চ) প্রস্তাবিত জমির তফসিল। (ছ) ট্রেসিং ক্লথে প্রস্তুতকৃত মৌজাম্যাপে প্রস্তাবিত জমির অবস্থানসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় চিহ্নিতকরণ। (জ) লে-আউট প্ল্যান। (ঝ) নূন্যতম জমির প্রয়োজনীয়তা সংক্রান্তপত্র। (ঞ) পুনর্বাসন পরিকল্পনা। (ট) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। (ঠ) ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত প্রতিবেদন। (ড) প্রস্তাবিত এলাকার ভিডিও চিত্র। (ঢ) অঙ্গীকারপত্র। (ণ) পুরানো দপ্তর/স্থাপনার পরিবর্তে নতুন দপ্তর স্থাপনার জন্য জমি অধিগ্রহণ প্রস্তাবের ক্ষেত্রে পুরানো দপ্তর/ স্থাপনা জমি জেলা প্রশাসকের নিকট সমর্পন করা হবে এই মর্মে অঙ্গীকারপত্র। (ত) আরবিট্রেশন আদালতের বা আরবিট্রেশন আপীল ট্রাইব্যুনাল এর নির্দেশে ক্ষতিপূরণ বাবদ বর্ধিত অর্থ পরিশোধের সক্ষতা সম্পর্কে এবং বর্ধিত অর্থ আদালতের আদেশ প্রাপ্তির পর নির্ধারিত সময়ে প্রদান করা হইবে মর্মে অঙ্গীকারনামা। (থ) নির্ধারিত ফরমে সর্বশেষ রেকর্ডীয় মালিকগণের দাগ ভিত্তিক তথ্য। ২। বেসরকারী সংস্থা/ব্যক্তি কর্তৃক অধিগ্রহণ প্রস্তাবের ক্ষেত্রেঃ (ক) উপরোক্ত সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থা কর্তৃক দাখিলকৃত কাগজপত্র। (খ) প্রস্তাবিত প্রকল্প/ উদ্দেশ্যের ছাড়পত্রসহ উহা বাস্তবায়নের জন্য অর্থায়নের উৎস এবং অর্থ-লগ্নি প্রতিষ্ঠানের নিশ্চয়তাপত্র। (গ) নন-জুডিসিয়াল স্ট্যাম্পে নির্ধারিত ফরমে সম্মতিপত্র। (ঘ) ব্যক্তি উদ্যোগে জমি ক্রয়ের ব্যর্থতার এবিডেভিট। (ঙ) প্রকল্পটি জনপ্রয়োজন বা জনস্বার্থ সংশ্লিষ্টতার বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য ও পরিসংখ্যান ভিত্তিক যৌক্তিকতা। (চ) ব্যক্তি বা বেসরকারি সংস্থার নিজস্ব জমি থাকার ঘোষণাপত্র। |
প্রত্যাশী সংস্থার নিজ উদ্যোগে |
এল এ কেসের প্রাক্কলিত অর্থ প্রত্যাশী সংস্থা চেকের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর জমা দেবেন। পরবর্তীতে প্রাক্কলিত অর্থ ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে ৬-০৭৪২-০০০০-৮৪০১নং কোডে (ক্ষতিপূরণ খাত) এবং 6-0742-0000-8421নং কোডে (আনুষাঙ্গিক খরচ) জমা করা হয়। |
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মৌলভীবাজার কক্ষ নম্বর: 306 ফোন: +৮৮ ০৮৬১-৫৩০৪৯ মোবাইল : +88 01730-331060 ই-মেইল: lamoulvibazar@gmail.com |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মৌলভীবাজার কক্ষ নম্বর: 304 ফোন: +88 ০৮৬১-৫২৪৩০ মোবাইল: +88 01730-331056 ই-মেইল: adcrmoulvibazar@mopa.gov.bd
জেলা প্রশাসক, মৌলভীবাজার। কক্ষ নম্বর: 210 ফোন: +88 ০৮৬১-৬৩২০২ (অফিস) ফোন: +88 ০৮৬১-৬৩২০১ (বাসা) মোবাইল: +88 01730-331054 ই-মেইল: dcmoulvibazar@mopa.gov.bd প্রয়োজনে- বিভাগীয় কমিশনার শুনানী গ্রহণ করে সিদ্ধান্ত প্রদান করবেন। |
০২ |
অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের টাকা পরিশোধ সংক্রান্ত। |
৬০ (ষাট) কার্য দিবস |
১) এস.এ/আর.এস খতিয়ানের মূল/সার্র্টিফাইড কপি। ২) নামজারী পর্চা। ৩) হালসন পর্যন্ত খাজনার রশিদ। ৪) বায়া দলিলসহ মূল দলিল/সার্টিফাইড কপি। ৫) বর্তমান আর.এস জরিপের তসদিক পর্চা। ৬) মালিক যদি মৃত ব্যক্তি হন সে ক্ষেত্রে স্থানীয় ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি মেয়র কর্তৃক তিন মাসের মধ্যে ইস্যুকৃত ওয়ারিশান (উত্তরাধিকারী) সনদপত্র। ৭) জাতীয় পরিচয়পত্র। ৮) আবেদনকারী, ক্ষমতাদাতা/ক্ষমতাগ্রহীতাগণের ০১ (এক) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটো (ইউপি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত) হতে হবে। ৯) টাকা গ্রহণের পূর্বে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। ১০) ক্ষতিপূরণের এল.এ চেক গ্রহণের সময় সনাক্তকরণের জন্য ইউপি সদস্য/ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/সিটি মেয়র-কে সঙ্গে আনতে হবে। ১১) জমির মালিক প্রবাসী হলে ক্ষমতা গ্রহীতার বরাবরে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আমমোক্তারনামা দাখিল করতে হবে (প্রমাণিকরণসহ)। ১২) কেহ আমমোক্তার বলে দাবী করলে তা রেজিস্ট্রি করতে হবে। 13) অধিগ্রহণ আইনের ৮ ধারা অনুসারে প্রদত্ত নোটিশের ফটোকপি। 14) দেওয়ানী মোকদ্দমা বলে জমি প্রাপ্ত হলে দেওয়ানী মোকদ্দমার আর্জিসহ আদালতের রায়/আদেশ/ডিক্রীর সার্টিফাইড কপি। 15) অর্পিত/পরিত্যক্ত/ওয়াকফ/দেবোত্তর সম্পত্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অবমুক্তিপত্র। 16) অবকাঠামো নির্মাণ সংক্রান্ত চুক্তিপত্র ও না-দাবীনামাপত্র। 17) ব্যবসায়িক ক্ষতিপূরণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবসা করার অনুমতিপত্র। 18) ভূমি অধিগ্রহণ আইনের প্রাথমিক ৪ ধারার নোটিশ জারীর পর রেজিস্ট্রেশন হলে জেলা প্রশাসক এর অনুমতিপত্র। |
1) জেলা রেকর্ডরুম। 2) উপজেলা ভূমি অফিস। 3) ইউনিয়ন ভূমি অফিস। 4) সাব-রেজিস্ট্রার অফিস। 5) সেটেলমেন্ট অফিস। 6) ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/সিটি কর্পোরেশন। ৭) যেকোন স্টুডিও/ ফটোকপির দোকান/ স্ট্যাম্প ভ্যান্ডার ইত্যাদি। 8) সংশ্লিষ্ট ব্যক্তির নিকট। |
২০ টাকা মূল্যের কোর্ট ফি। |
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মৌলভীবাজার কক্ষ নম্বর: 306 ফোন: +৮৮ ০৮৬১-৫৩০৪৯ মোবাইল : +88 01730-331060 ই-মেইল: lamoulvibazar@gmail.com |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মৌলভীবাজার কক্ষ নম্বর: 304 ফোন: +88 ০৮৬১-৫২৪৩০ মোবাইল: +88 01730-331056 ই-মেইল: adcrmoulvibazar@mopa.gov.bd
জেলা প্রশাসক, মৌলভীবাজার। কক্ষ নম্বর: 210 ফোন: +88 ০৮৬১-৬৩২০২ (অফিস) ফোন: +88 ০৮৬১-৬৩২০১ (বাসা) মোবাইল: +88 01730-331054 ই-মেইল: dcmoulvibazar@mopa.gov.bd প্রয়োজনে- বিভাগীয় কমিশনার শুনানী গ্রহণ করে সিদ্ধান্ত প্রদান করবেন। |
০৩ |
তথ্য অধিকার আইনে অধিগ্রহণকৃত ভূমির তথ্য প্রদান প্রসঙ্গে। |
১৫ (পনের) কার্য দিবস |
আবেদনকারী বিধিমতে তথ্য পাওয়ার উপযোগী হলে তথ্য সরবরাহের জন্য তথ্য প্রদান ইউনিটের মাধ্যমে তথ্য প্রেরণ করা হবে। |
জেলা ই-সেবা কেন্দ্র। |
প্রযোজ্য নয় |
ঐ |
ঐ |
0
স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৭ অনুযায়ী ভূমি অধিগ্রহণ
ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোবাইল:০১৭৩০৩৩১০৬০
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস