Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজস্ব (এস.এ) শাখা
নাগরিক সেবা

প্রদেয় সেবার বিবরণ

সেবার নির্ধারিত মূল্য/ বিনামূল্য

সেবা প্রদানের নির্ধারিত সময়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

১। কৃষি খাস জমি বন্দোবস্ত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২।আশ্রয়ন/আদর্শগ্রাম ও আশ্রয়ন ( ফেইজ-২) প্রকল্পে পুনবার্সন

 

 

 

 

 

 

৩।অকৃষি খাসজমি বন্দোবস্ত

 

 

 

 

 

 

 

৪।  হাটবাজারের পেরীফেরী অনুমোদন এবং শপ লাইসেন্স প্রদান

 

 

 

 

৫। অর্পিত সম্পত্তি ইজারা  প্রদান

 

 

 

 

 

 

 

 

 

৬।২০ একরের উর্দ্ধের জলমহাল ইজারা প্রদান

 

 

 

 

কৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী                ভূমিহীনদের মধ্যে বিতরন করা হয়ে থাকে। ভূমিহীনদের নিকট থেকে কোন মূল্য নেয়া হয়নি অর্থাৎ বিনামূল্যে খাসজমি বস্দোবস্ত প্রদান করা হয়ে থাকে ।

 

 

কৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী  উপজেলা কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলাকমিটি                ভূমিহীনদের বিনামূল্যে পুনর্বাসন   করে থাকে।

 

 বিভিন্ন ব্যক্তি /প্রতিষ্ঠান ফলের বাগান/বনায়ন করার জন্য আবেদন করে থাকেন। বন্দোবস্ত চুড়ান্ত অনুমোদিত হলে সালামীর অর্থ আদায় করা হয় ।

উপজেলা/ ইউনিয়নে বাজারের পার্শবতী ভূমি পেরীফেরী টুকেন মানি আদায় করে একসনা বন্দোবস্ত প্রদান করা হয়ে থাকে ।

 

 

 

সরকারের নির্দেশনা ও ভূমির শ্রেণী মোতাবেক লীজ মানি আদায় সাপেক্ষে বন্দোবস্ত প্রদান করা হয়ে থাকে ।

 

 

 

দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যেমে জলমহালের ইজারা কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে ।চুড়ান্ত অনুমোদনের পর ইজারার ধার্যকৃত রাজস্ব ও অন্যান্য করাদি আদায় করা হয় ।

১) জেলা কমিটির সভায় বন্দোবস্ত কেস চুড়ান্ত অনুমোদনের পর পরবর্তী ০৩-০৭ কার্য দিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নথি সংশ্লিষ্ট উপজলায় ফেরত পাঠানো হয় ।

 

 

 

 

 

 

 

 

 

২) জেলা কমিটির সভার অনুমোদন সাপেক্ষে   ভূমিহীনদের পরিবার পুনবার্সন কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে এবং দলিল রেজিষ্ট্রির ৭ দিনের মধ্যে দখল সমজিয়ে দেয়া হয় । 

 

 

 

 

 

 

৩)অকৃষি খাসজমি জন্য আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট  উপজেলা হতে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে বন্দোবস্তের জন্য উপযুক্ত  বিবেচিত হলে  বিধি মোতাবেক সালামী নির্ধারণ পূর্বক উপজেলা হতে প্রস্তাব প্রাপ্তির পরবর্তী ৭ দিনের মধ্যে সুপারিশক্রমে ভূমি মন্ত্রণালয়ে  প্রস্তাব প্রেরণ করা হয় ।এবং ভূমি মন্ত্রনালয় এর অনুমোদন প্রাপ্তির পরবর্তী ৭ দিনের মধ্যে বন্দোবস্তের পরবর্তী কার্যক্রম সম্পন্ন  করা হয়

উপজেলা হতে বাজার পেরীফেরী ও হাট বাজারের শপ লাইসেন্স প্রস্তাব প্রাপ্তির পর  এ শাখায় যাচাই বাছাই করা হয়,নথি সঠিক হলে  পরবর্তীতে  জেলা প্রশাসক  মহোদয় কর্তৃক অনুমোদন করা হয় । তাছাড়া  জেলা প্রশাসক মহোদয় কর্তৃক অনুমোদনের পর  ৩ কার্য দিবনের মধ্যে নথি সংশ্লিষ্ট  উপজেলায় ফেরত দেয়া হয় ।

 

মৌলভীবাজার ও শ্রীমংগল পৌরসভার অন্তর্গত অর্পিত সম্পত্তি  একসনা  ভিত্তিতে ইজারা প্রদান ও নবায়ন/হস্তান্তর  কার্যক্রম সম্পাদন করা হয় ।বাংলা ও ইংরেজী বৎসর শুরু হওয়ার পূর্বে একসনা বন্দোবস্ত নবায়নের আবেদন গ্রহণ করে ৩(তিন)দিনের মধ্যে নবায়ন কার্যক্রম সম্পাদনক্রমে সালমী গ্রহণ করা হয় । প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদন তদন্তপূর্বক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে  তিন দিনের মধ্যে বন্দোবস্ত নবায়ন/হস্তান্তর সালামী গ্রহণ করা হয় ।

 

বাংলা সন শুরু হওয়ার ২ মাস পূর্বে ইজারা বিজ্ঞপ্তি প্রচার পূর্বক ২০ একরের উদ্ধের বদ্ধ জলমজালের  ক্ষেত্রে ৩ বছরের জন্য জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক ইজারা  প্রদান কার্যক্রম গৃহীত হয়। তাছাড়া  অনুরুপ জলমহাল উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারার আবেদন ভূমি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত হয়ে তদন্ত পূর্বক প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।চুড়ান্ত অনুমোদনের পরবর্তী ৭ দিনের মধ্যে দখলদেহী প্রদান করা হয়ে থাকে ।

রেভিনিউ ডেপুটি কালেক্টর

 

 

 

 

 

 

 

 

 

 

 

রেভিনিউ ডেপুটি কালেক্টর

 

 

 

 

 

 

 

 

 

 

 

রেভিনিউ ডেপুটি কালেক্টর

 

 

 

 

 

 

রেভিনিউ ডেপুটি কালেক্টর

 

 

 

 

 

 

 

 

রেভিনিউ ডেপুটি কালেক্টর

 

৭। বালুমহাল ইজারা প্রদান ।

দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যেমে বালুমহালের ইজারা কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে ।চুড়ান্ত অনুমোদনের পর ইজারার ধার্যকৃত রাজস্ব ও অন্যান্য করাদি আদায় করা হয় । ।

বালুমহাল সমূহ ( একসনা) বাংলা বৎসর শুরু হওয়ার ১ মাস পূর্বে ইজারা বিজ্ঞপ্তি প্রচার পূর্বক নির্ধারিত ফরমে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয় । প্রাপ্ত আবেদনপত্র সমূহ আইনানুসারে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক বাছাই পূর্বক চুড়ান্ত অনুমোদন করা হয় । এবং আইনানুসারে চুড়ান্ত অনুমোদন প্রদানের পর সাকুল্য ইজারালব্দ অর্থ আদায়ক্রমে পরবর্তী ৭ দিনের মধ্যে দখলদেহী প্রদান করা হয়ে থাকে ।

রেভিনিউ ডেপুটি কালেক্টর


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

 প্রদেয় সেবার বিবরণ

১। কৃষি খাস জমি বন্দোবস্ত

 

২।আশ্রয়ন/আদর্শগ্রাম ও আশ্রয়ন ( ফেইজ-২) প্রকল্পে পুনবার্সন

 

৩।অকৃষি খাসজমি বন্দোবস্ত

 

৪।  হাটবাজারের পেরীফেরী অনুমোদন এবং শপ লাইসেন্স প্রদান

 

৫। অর্পিত সম্পত্তি ইজারা  প্রদান

 

৬।২০ একরের উর্দ্ধের জলমহাল ইজারা প্রদান

৭। বালুমহাল ইজারা প্রদান ।


যোগাযোগ

রেভিনিউ ডেপুটি কালেক্টর, মৌলভীবাজার

ফোন: 02996682727

মোবাইল: +88 01730-331059

ই-মেইল: rdcmoulvibazar@mopa.gov.bd 

            moulvibazarrevenue@gmail.com 


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা