Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Hakaluki Haor
Location

হাকালুকি হাওড় মূলত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। ভারতের আসাম সীমান্তবর্তী বাংলাদেশের পূর্ব অংশে অবস্থিত একটি জলাভূমি হল হাকালুকি হাওড়। এটি বাংলাদেশের বৃহত্তম এবং এশিয়ার অন্যতম বৃহৎ জলাভূমি। পরিবেশগত গুরুত্বপূর্ণ এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত এই হাওড়ের আশেপাশে প্রায় ১,৯০,০০০ মানুষ বসবাস করেন। জলাভুমির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণের ওপর গুরুত্বের কারনে এই জলাভূমিটির সুরক্ষার ওপর আন্তর্জাতিকভাবে মনোনিবেশ করা হয়েছে। ১৮১.১৫ কিলোমিটার আয়তনের এই জলাভূমিটির প্রায় ৭২.৪৬ কিলোমিটার অর্থাৎ ৪০.০১% ভাগ বড়লেখা উপজেলায় অবস্থিত।

 

 
 
 

 

Transportation

মৌলভীবাজার সদর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই হাওড়ে আসার জন্য আপনাকে প্রথমে মৌলভীবাজার জেলায় পৌছাতে হবে। মৌলভীবাজার থেকে বাসযোগে এখানে পৌছাতে পারেন। 

Details
Hakaluki haor is situated about 40 kilometers northwest of Moulvibazar district town. Haqaluki haor is situated in the east of Patharia and in the middle of the Bhatara hills in the west. The main flow of this huge water channel is that the two major rivers and fanisms, due to the heavy rainfall in the rainy season, affect the entire area adjacent to haor and form the ocean.
There are 80 to 90 small medium bills in Hakaluki haor. In the haor, permanent water bodies are found in submerged, floating, aquatic, grass and reed animals and tube reefs. Fisheries in winter and visitation of guest birds make the tourists noticeable. Various projects are being implemented by the Department of Environment, already declared that the haor is an ecologically compact area.