Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Madhavkund Falls
Location

মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার এবং কুলাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকার পাথারিয়া পাহাড়ে অবস্থিত এই মায়াবী জলপ্রপাত। 

Transportation

মৌলভীবাজার শহর হতে বড়লেখাগামী বাসযোগে বড়লেখা  পৌঁছার আগে কাঠালতলী নামক বাজারে নামতে হবে। সেখান থেকে সিএনজি অটোরিক্সা যোগে ০৮ কিলোমিটার পূর্বে মাধবকুন্ড  যাওয়া যায়।

Contact

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজলোয় মাধবকুন্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়। এ জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত। মাধবকুন্ড ইকোপার্কে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে। তাছাড়া এ মাধবকুন্ড জলপ্রপাত সংলগ্ন কুন্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান হয় এবং মেলা বসে। হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থ স্থান।

Details
Madhabkund Falls is the biggest waterfalls in Bangladesh, in Baralkho upazila of Maulvibazar. Attractive waterfalls from mountainous hillside to be about 200 feet high are attractive to tourists. Khasia ethnic group living near this waterfall. A huge forest is situated around the waterfall. Madhubkund Echopar is visited by millions of tourists every year. Besides, this shrine was held in the adjacent Kunda of Madhabkunda waterfall and on the Matrukrishna Tirodashi Tithi of Chaitramas of the Hindu religion, the bath was held and the fair was held. This is a pilgrimage place for the Hindus.