০৫ মে, ২০১৫ খ্রি. :জেলা প্রশাসনের ব্যবস্হাপনায় এবং ভূমি সংস্কার বোর্ডের সহায়তায় মৌলভীবাজার পলিটেনিক ইনস্টিটিউটে জেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকরী কর্মকর্তদের নিয়ে ১২ দিন ব্যাপী কম্পিউটার হার্ডওয়ার ও ট্রাবলশুটিং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। দুটি ধাপে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের আজ ছিল সমাপনী দিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির বাড়ানের তাগিদ দেন। তিনি আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীগণ এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান তাদের কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে জনগণকে আরো দ্রুততার সাথে সেবা প্রদানে সক্ষম হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জহিরুল ইসলাম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS