Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
LAND ACQUISITION SECTION
Details

LAND ACQUISITION SECTION


Citizen Service

 

প্রদেয় সেবার বিবরণ

সেবার নির্ধারিত মূল্য/ বিনামূল্য

সেবা প্রদানের নির্ধারিত সময়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ ১৯৮২ মোতাবেক অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ

উক্ত অধ্যাদেশ মোতাবেক সেবার মূল্য প্রদানের প্রয়োজন নেই, তবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ মূল্য বিধি মোতাবেক জমা প্রদানের বিধান রয়েছে।

১) প্রত্যাশী সংস্থার নিকট হতে প্রস্তাব প্রাপ্তির পর যৌথ তদন্ত প্রতিবেদন ২১ দিনের মধ্যে।

২) প্রস্তাব ভূমি বরাদ্দ কমিটিতে অনুমোদিত হওয়ার পর ৩ ধারার নোটিশ জারীর ১৫ দিনের মধ্যে আপত্তি দাখিল করা হয়। আপত্তি পাওয়া গেলে পরবর্তী ৩০ দিনের মধ্যে শুনানী গ্রহণ ও ৪(২) ধারার প্রতিবেদন কমিশনার, সিলেট বিভাগ, সিলেট বরাবরে প্রেরণ করতে হয়।

৩) ৬ ধারার নোটিশ জারীর পরবর্তী ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ ধার্য করা হয়।

৪) প্রত্যাশী সংস্থা প্রাক্কলন প্রাপ্তির ৬০ দিনের মধ্যে তহবিল জমা প্রদানের বিধান রয়েছে।

৫) তহবিল প্রাপ্তির পর নির্ধারিত কোডে টাকা জমা হওয়ার পর ৭ ধারার নোটিশ জারীর পরবর্তী ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ বিতরন এবং দখল হস্তান্তর করা হয়।

৬) দখল হস্তান্তরের ৯০ দিনের মধ্যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশনার জন্য উপ-পরিচালক, বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও ঢাকা এর নিকট প্রেরণ করা হয়।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা

১৯৪৮ সালের সম্পত্তি (জরুরী) হুকুম দখল আইনের আওতায় জমির তথ্য প্রদান

হুকুম দখলকৃত জমির তথ্য প্রদানের জন্য সরকার নির্ধারিত ২০/- টাকার কোর্ট ফি সহ কার্ট্রিজ পেপারে আবেদন করতে হয়।

মোট ১ দিন সময়

প্রধান সহকারী এল,এ শাখা


Current Project

0


Duties

১। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ ১৯৮২ মোতাবেক অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ

২। ১৯৪৮ সালের সম্পত্তি (জরুরী) হুকুম দখল আইনের আওতায় জমির তথ্য প্রদান


Contact

ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোবাইল:০১৭৩০৩৩১০৬০


Others

0


Acting Officer