চা সেল, মৌলভীবাজার।
প্রদেয় সেবার বিবরণ |
সেবার নির্ধারিত মূল্য/ বিনামূল্য |
সেবা প্রদানের নির্ধারিত সময় |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
দেওয়ানী মামলা (বিজ্ঞ জেলাজজ আদালত থেকে শুরু করে মহামান্য হাইকোর্ট/ সুপ্রীমকোর্ট) |
বিনামূল্যে |
সরাসরি এ বিষয়ে কোন নাগরিক সেবা দেয়া হয় না। পরোক্ষভাবে সরকারি স্বার্থ রক্ষার্থে বিজ্ঞ জিপি/এটর্নী জেনারেলের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে সহায়তা করা হয়।বিজ্ঞ আদালত থেকে আরজি পাওয়ার পর আরজির জবাব প্রেরণের জন্য সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)/ আরডিসি/ এল,এ,ও/ অন্যান্য সংস্থার নিকট প্রেরণ করা হয় এবং জবাব প্রাপ্তির পর জবাব/আপত্তি প্রস্তুতক্রমে বিজ্ঞ আদালতে দাখিল করা হয়।উহাতে সময়ের কোন বাধ্যবাধকতা নেই।কারণ তা আদালতের বিবেচ্য বিষয়। |
ভারপ্রাপ্ত কর্মকর্তা |
চা বাগানের লিজ সংক্রান্ত |
১০০০/- (এক হাজার) টাকার বিশেষ আঠালো স্ট্যাম্প এবং একর প্রতি ৫/- টাকা হারে প্রতিকীমূল্য গ্রহণ করা হয়। |
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ এবং পিও ৯৮/৭২ মোতাবেক এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ২০(৪) ধারা মোতাবেক জেলাধীন চা বাগান সমূহের বিভিন্ন মেয়াদে লিজ সম্পাদন/ নবায়ন করা হয়। চা বাগান কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত ৫ প্রস্থ লিজ দলিল পাওয়ার পর উহার মালিকানা ও দখল সম্পর্কে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর যাচাই করার জন্য প্রেরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরিত প্রতিবেদনের আলোকে বাংলাদেশ চা বোর্ড ও ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে লিজ দলিল সম্পাদন/নবায়ন করা হয়ে থাকে। উহাতে সময়ের কোন বাধ্যবাধকতা নেই।লিজ গ্রহীতা কর্তৃক নির্ধারিত সেবা মূল্য প্রদানের সংগে সংগে লিজ দলিল সম্পাদন/ নবায়ন করা হয়। |
জেলা প্রশাসক |
আম-মোক্তারনামা |
১০০০/- টাকার বিশেষ আঠালো স্ট্যাম্প ও ১৫/- টাকার সংশ্লিষ্ট কোডে চালান জমা |
আবেদনকারীর আবেদন পাওয়ার পর ৩ (তিন) কার্য দিবসের মধ্যে আম-মোক্তারনামার তপশিলভূক্ত ভূমির মালিকানা ও দখল সম্পর্কে তদন্তের জন্য সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) বরাবরে প্রেরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) হতে প্রতিবেদন পাওয়ার পর সরকারের কোন স্বার্থ না থাকলে সর্বোচ্চ ৩ কার্যদিবসের মধ্যে বিশেষ আঠালো স্ট্যাম্প সংযোজনক্রমে নিষ্পত্তি করা হয়। |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) |
অপ্রয়োজনীয় বনজ সম্পদ অপসারণ |
বিনামূল্যে |
আবেদনকারী কর্তৃক তার ব্যক্তিগত ভূমি থেকে গাছ কাটার আবেদন করলে তা তদন্তের জন্য সংশ্লিষ্ট ভূমি ও সহকারী বন সংরক্ষেকর নিকট পাঠানো হয়। দ্রুত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মালিকানা ও দখল সঠিক পাওয়া গেলে জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে আবেদনকারীর আবেদনটি সর্বোচ্চ ৩ (তিন) কার্য দিবসের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বরাবর প্রেরণ করা হয়। |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) |
উচ্ছেদ মামলা |
বিনামূল্যে |
অবৈধভাবে দখলকৃত সরকারি ভূমি থেকে অবৈধ দখলকার উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসক/ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/ সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা/ সহকার কমিশনার (ভূমি) বর্ণিত বিষয়ে তদন্তক্রমে নথি সৃজন করে জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করবেন। সৃজিত নথি পাওয়ার পর অবৈধ দখল অপসারণের জন্য ৭ দিনের সময় দিয়ে নোটিশ ইস্যু করা হয়। উক্ত নোটিশ জারীর পর বিধি মোতাবেক ম্যাজিস্ট্রেট নিয়োগক্রমে সম্ভাব্য ৩০ দিনের মধ্যে অবৈধ দখলকার উচ্ছেদ করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের স্বউদ্যোগে উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়। |
জেলা প্রশাসক |
অবমূল্যায়ন মামলা |
ধার্য স্ট্যাম্প শুল্ক পরিশোধক্রমে |
স্ট্যাম্প শুল্ক ফাকিঁ দিয়ে জমি রেজিস্ট্রেশন করার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব রেজিস্টার কালেক্টর বরাবরে উক্ত স্ট্যাম্প শুল্ক আদায়ের জন্য রিকুইজিশন প্রেরণ করেন। উক্ত রিকুইজিশন প্রাপ্তির পর ক্রেতা/দায়িকের বিরুদ্ধে অবমূল্যায়ন মামালা রুজুক্রমে ১০ দিনের সময় দিয়ে স্ট্যাম্প শুল্কের দাবীকৃত অর্থ পরিশোধ করার জন্য নোটিশ প্রদান করা হয়। স্ট্যাম্প শুল্ক দাবীকৃত অর্থ পরিশোধ করলে মামলাটি নিষ্পত্তি হয় এবং পরিশোধ না করলে সার্টিফিকেট মামলার মাধ্যমে দাবীকৃত স্ট্যাম্প শুল্ক আদায় করা হয়। |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) |
বিনিময় মামলা |
বিনামূল্যে |
বর্তমানে অত্র কার্যালয়ে ভারত হতে আগত বিনিময় সূত্রে মালিকানা দলিল নিয়মিতকরণের বিষয়ে সরকারের একটি কমিটি রয়েছে। উপজেলা কমিটি হতে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর জেলা কমিটির পরবর্তী সভায় অনুমোদন সাপেক্ষে বিধি মোতাবেক বিনিময় সম্পত্তি নিয়মিতকরণের কার্যক্রম গ্রহণ করা হয়। তবে বর্তমানে এ কমিটির কার্যক্রম স্থগিত আছে।সময় নির্ধারিত নেই। |
জেলা প্রশাসক |
অকৃষি খাস জমি বন্দোবস্ত (পাহাড়/টিলা) |
ধার্য সেলামির ভিত্তিতে |
আবেদনকারীগণের আবেদনের পর ৩ কার্য দিবসের মধ্যে তদন্তের জন্য সংশ্লিষ্ট সহকার কমিশনার (ভূমি)/ উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি)/ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সেলামী ধার্যক্রমে নথি সৃজন পূর্বক বন্দোবস্ত প্রস্তাব প্রেরণ করলে পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে অনুমোদনের জন্য তা ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। |
জেলা প্রশাসক |
0
প্রদেয় সেবার বিবরণ |
দেওয়ানী মামলা (বিজ্ঞ জেলাজজ আদালত থেকে শুরু করে মহামান্য হাইকোর্ট/ সুপ্রীমকোর্ট) |
চা বাগানের লিজ সংক্রান্ত |
আম-মোক্তারনামা |
অপ্রয়োজনীয় বনজ সম্পদ অপসারণ |
উচ্ছেদ মামলা |
অবমূল্যায়ন মামলা |
বিনিময় মামলা |
অকৃষি খাস জমি বন্দোবস্ত (পাহাড়/টিলা) |
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS