Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্থানীয় সরকার শাখা
Details

স্থানীয় সরকার শাখা


Current Project

0


Duties

১। এ জেলার বিভিন্ন উপজেলা ও ‘খ’ও ‘গ’শ্রেণীভুক্ত পৌরসভায় বিদ্যামানহাট-বাজারের ইজারা সংক্রান্ত অভিযোগ(নিষ্পত্তির সময় কাল ০৩ (তিন) কার্য- দিবস)।

২। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কতৃর্ক জম্ম ও মৃত্যু নিবন্ধন কাযক্রম গ্রহণের উৎথাপিতঅভিযোগ (নিষ্পত্তির সময় কাল ০৩ (তিন) কার্য- দিবস)।

৩। ইউনিয়ন পরিষদ এর নিবতি চেয়ারম্যান ওয়ার্ড সদস্য/সদস্যার বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগ।(অভিযোগ প্রপ্তির পর অনধিক ০৩ (তিন) কাযর্দিবসের মধ্যে তদন্তের জন্য প্রেরণ করা হয়। যুক্তিসংগত সময়ের মধ্যে তদন্ত কাযর্ক্রম সম্পন্নের পর সংশ্লিষ্ট কতৃর্কক্ষের নিকট প্রেরন করা হয়)।

৪। ছবি সহ ভোটার তালিকা গৃহীত কাযর্ক্রম জেলা নিবার্চন কাযার্লয়ের সাথেসমন্ভয় করা হয়

৫।  পৌরসভার নিবার্চিত চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য/ সদস্যাদের বিরুদ্ধেউথাপিত অবভযোগ সংক্রান্ত।(অভিযোগ প্রাপ্তির পর অনধিক ০৩ কাযর্দিবসের মধ্যে তদন্তের জন্য প্রেরণ করা হয়। যুক্তিসংগত সময়ের মধ্যে তদন্ত কাযর্ক্রম সম্পূন্নের পর সংশ্লিষ্ট কতৃর্কক্ষের নিকট প্রেরণ করা হয়)।

৬। বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদ আওতাদীন এলাকায় বিদ্যামন স্যানিটেশন ওপয়-নিষ্কাশন সংক্রান্ত অভিযোগ ও স্যানিটেশন সম্পকির্ত তথ্য গ্রহণ ওপ্রেরণ।(নিষ্পত্তির সময়কাল ০৩ কার্য- দিবস)।

৭। এ জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ সচিব, দফাদার ও মহল্লাদারদের বিরুদ্ধেউথাপিত অভিযোগ।(অভিযোগ প্রাপ্তির পর অনধিক ০৩ (তিন) কাযর্দিবসের মধ্যে তদন্তের জন্য প্রেরণ করা হয়।যুক্তি সংগত সময়ের মধে তদন্তকাযর্ক্রম সম্পূন্নের পর পংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকটপেরণ করা হয়)।

৮। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কাযার্লয় এবং উপজেলা পরিষদ কতৃর্ক গৃহীতবিভিন্ন উন্নয়নমূলক কাযর্ক্রমের বিরুদ্ধে উথাপিত অভিযোগ (নিষ্পত্তির সময়কাল ০৩ (তিন) কার্য- দিবস)।

৯। জেলা পরিষদ, এলজিইডি, পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বার্ড ওউপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও হাট বাজারের দর পত্র বিক্রি ও দাখিল সংক্রান্ত। (নিষ্পত্তির সময়কাল-বিজ্ঞপ্তিতে প্রদত্ত শর্তানুযায়ী)।

১০। জেলা নিবার্চন কায়ার্লয় কতৃর্ক নিবার্চন সংকান্ত গ্রহীত বিভিন্নকাযর্ক্রমের বিরুদ্ধে উথাপিত অভিযোগ।(নিষ্পত্তির সময় কাল-০৩ (তিন) কার্য দিবস)।

১১। ইউনিয়ন পরিষদ কতৃর্ক আরোপিত করনিরপণের আদায়ের উপস্থাপিত অভিযোগ।(নিষ্পত্তির সময়কাল-০৩ (তিন) কার্য দিবস)।


Contact
কক্ষ নংঃ ৩১০ ফোনঃ +৮৮-০৮৬১- ৫২৬০৩, মোবাইলঃ 01781403611, ই-মেইলঃ ddlgmoulvibazar@yahoo.com, স্থানীয় সরকার শাখা Online
Others

0